Bhalolaage Tomake - Lofi

ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে
অন্য তখন চোখের ধরন
অন্য রকম পায়ের চলন

তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে

ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে

তোমার হাসি, হাতছানি দাও
হারিয়ে যাবো আমি তোমার ভিড়ে
তোমার ঘুমের পর্দা সরাও
বৃষ্টি হবো আমি জানলা পারে

তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে

ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে

তোমায় নিয়ে ব্যস্ত যখন
অন্যকিছু আমি শুনতে না পাই
তোমার হাতেই বাঁচন-মরণ
আমার পাশে শুধু তোমাকে চাই

তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে

ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link