Aji Dokhino Duar Khola

আজি দখিন দুয়ার খোলা
আজি দখিন দুয়ার
এসো হে, এসো হে, এসো হে
আমার বসন্ত এসো

আজি দখিন দুয়ার খোলা
আজি দখিন দুয়ার

দিব হৃদয়দোলায় দোলা
এসো হে, এসো হে, এসো হে
আমার বসন্ত এসো

আজি দখিন দুয়ার খোলা
আজি দখিন দুয়ার

নব শ্যামল শোভন রথে
এসো বকুল-বিছানো পথে
নব শ্যামল শোভন রথে
এসো বকুল-বিছানো পথে

এসো বাজায়ে ব্যাকুল বেণু
মেখে পিয়ালফুলের রেণু
এসো বাজায়ে ব্যাকুল বেণু
মেখে পিয়ালফুলের রেণু
এসো হে, এসো হে, এসো হে
আমার বসন্ত এসো

আজি দখিন দুয়ার খোলা
আজি দখিন দুয়ার

এসো ঘনপল্লবপুঞ্জে
এসো হে, এসো হে, এসো হে
এসো বনমল্লিকাকুঞ্জে
এসো হে, এসো হে, এসো হে

এসো ঘনপল্লবপুঞ্জে
এসো হে, এসো হে, এসো হে
এসো বনমল্লিকাকুঞ্জে
এসো হে, এসো হে, এসো হে

মৃদু মধুর মদির হেসে
এসো পাগল হাওয়ার দেশে
মৃদু মধুর মদির হেসে
এসো পাগল হাওয়ার দেশে

তোমার উতলা উত্তরীয়
তুমি আকাশে উড়ায়ে দিয়ো
তোমার উতলা উত্তরীয়
তুমি আকাশে উড়ায়ে দিয়ো
এসো হে, এসো হে, এসো হে
আমার বসন্ত এসো

আজি দখিন দুয়ার খোলা
আজি দখিন দুয়ার
এসো হে, এসো হে, এসো হে
আমার বসন্ত এসো

আজি দখিন দুয়ার খোলা
আজি দখিন দুয়ার



Credits
Writer(s): Debajyoti Mishra, Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link