Ranga Pori

বন্ধু তুমি জেগে থেকো
আমার গানের সুরে
একটু ছোঁয়ার আশায় রবো
যাবো নাকো দূরে।
বন্ধু তুমি জেগে থেকো
আমার গানের সুরে
একটু ছোঁয়ার আশায় রবো
যাবো নাকো দূরে।

গানে গানে ঘুম পাড়াবো
ভালোবেসে প্রাণ জুড়াবো
চাইবে যখন তোমার পাশে
হাত বাড়ালেই পাবে কাছে।

রাঙা পরী তুমি উড়ে যাও
ভালোবাসার ভেলা ভাসাও
রাঙা পরী তুমি উড়ে যাও
ভালোবাসার ভেলা ভাসাও।।

ফাগুনের ওই মৃদু হাওয়ায়
অবুঝ মন যায় হারিয়ে
খুঁজি তোমায় মন গহীনে
ডাকছো তুমি সুর ভাসিয়ে।
ফাগুনের ওই মৃদু হাওয়ায়
অবুঝ মন যায় হারিয়ে
খুঁজি তোমায় মন গহীনে
ডাকছো তুমি সুর ভাসিয়ে।

গানে গানে ঘুম পাড়াবো
ভালোবেসে প্রাণ জুড়াবো
চাইবে যখন তোমার পাশে
হাত বাড়ালেই পাবে কাছে।

রাঙা পরী তুমি উড়ে যাও
ভালোবাসার ভেলা ভাসাও।।
রাঙা পরী তুমি উড়ে যাও
ভালোবাসার ভেলা ভাসাও।।

তাকালে আমার আড়ালে
ভালোবাসার ফুল ফুটালে
মনে আমার ছিল ক্ষত
তুমি এসে সব ভুলালে
তাকালে আমার আড়ালে
ভালোবাসার ফুল ফুটালে
মনে আমার ছিল ক্ষত
তুমি এসে সব ভুলালে।

গানে গানে ঘুম পাড়াবো
ভালোবেসে প্রাণ জুড়াবো
চাইবে যখন তোমার পাশে
হাত বাড়ালেই পাবে কাছে।

রাঙা পরী তুমি উড়ে যাও
ভালোবাসার ভেলা ভাসাও।।
রাঙা পরী তুমি উড়ে যাও
ভালোবাসার ভেলা ভাসাও।।
রাঙা পরী তুমি উড়ে যাও
ভালোবাসার ভেলা ভাসাও।।
রাঙা পরী তুমি উড়ে যাও
ভালোবাসার ভেলা ভাসাও।।



Credits
Writer(s): Sultan Mahmud, Wahid Shahin, Zubair Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link