Biday December

ভাসছে মায়াবী শহর, আলগা ভোরের কুয়াশায়
হারমোনিয়ামে আলাপ, শুকনো ফুল আর পাতায়
হাতড়ে বেড়াই আনমনে, একপাশে আধোঘুমে,
তোমার হাত ভরা শীতে, চলে এলো ডিসেম্বর

ছাদজুড়ে আড্ডার ফাঁকে, রোদ চায় আদরের সুযোগ,
একটা মুহুর্তের খোজে, কেটেছে কত দশক
কেকমাখা আঙুলে কার, বাজছে আনাড়ি গীটার,
হিমভেজা রাস্তাজুড়ে, সাজছে আলোর এই শহর

যদি ছুয়ে ফেলি ঠোট, তোমার ঠোটে, জানবো তোমার রুক্ষতায়,
গোপনে আমার আগে, চুপিচুপি, ছুয়ে গেছে ডিসেম্বর।

আবছা ঘুমন্ত ভিড়ে
সমাপ্তির স্বস্তি এবার
নতুন আরম্ভের তীরে
শুভরাত্রি, বিদায় ডিসেম্বর



Credits
Writer(s): Utsav Guhathakurta
Lyrics powered by www.musixmatch.com

Link