Tor Chokher Maya

তোর চোখেরই মায়ায় আমি বন্দি হয়েছি
তোর কাছেতে আমার লাগি মনটা চেয়েছি
তোর চোখেরই মায়ায় আমি বন্দি হয়েছি
তোর কাছেতে আমার লাগি মনটা চেয়েছি

বাসবো ভালো আজীবন, রবো পাশাপাশি
মন বলেছে তোকে আমি সত্যি ভালোবাসি

তোর চোখেরই মায়ায় আমি বন্দি হয়েছি
তোর কাছেতে আমার লাগি মনটা চেয়েছি

মনের পাড়ায় সবকটা দিন তোরই কলরব
তুই তো আমার এক হৃদয়ের প্রেমের অনুভব
ও, মনের পাড়ায় সবকটা দিন তোরই কলরব
তুই তো আমার এক হৃদয়ের প্রেমের অনুভব

বাসবো ভালো আজীবন, রবো পাশাপাশি
মন বলেছে তোকে আমি সত্যি ভালোবাসি

তোর চোখেরই মায়ায় আমি বন্দি হয়েছি
তোর কাছেতে আমার লাগি মনটা চেয়েছি

চোখের তারায় রাতবিরাতে তোরই কোলাহল
ভাললাগে যে তোরই কথা ভাবতে অনর্গল
ও, চোখের তারায় রাতবিরাতে তোরই কোলাহল
ভাললাগে যে তোরই কথা ভাবতে অনর্গল

বাসবো ভালো আজীবন, রবো পাশাপাশি
মন বলেছে তোকে আমি সত্যি ভালোবাসি

তোর চোখেরই মায়ায় আমি বন্দি হয়েছি
তোর কাছেতে আমার লাগি মনটা চেয়েছি
তোর চোখেরই মায়ায় আমি বন্দি হয়েছি
তোর কাছেতে আমার লাগি মনটা চেয়েছি

বাসবো ভালো আজীবন, রবো পাশাপাশি
মন বলেছে তোকে আমি সত্যি ভালোবাসি

তোর চোখেরই মায়ায় আমি বন্দি হয়েছি
তোর কাছেতে আমার লাগি মনটা চেয়েছি



Credits
Writer(s): Masud Ahmed, Ibrahim Khalil Ibu
Lyrics powered by www.musixmatch.com

Link