Chatok

তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনি
তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনি

তোমা ভিন্নে আর না জানি
তোমা ভিন্নে আর না জানি
রেখো চরণে

মেঘের বরিষন বিনে
চাতক বাঁচে কেমনে?
মেঘের বরিষন বিনে
চাতক বাঁচে কেমনে?
মেঘের বরিষন বিনে

তুমি হে নব জলধর
চাতকিনী ম'লো এবার
তুমি হে নব জলধর
চাতকিনী ম'লো এবার

ওই নামের ফল সুফল এবার
ওই নামের ফল সুফল এবার
রেখো ভুবনে

মেঘের বরিষন বিনে
চাতক বাঁচে কেমনে?
মেঘের বরিষন বিনে

চাতক মইলে যাবে জানা
ওই নামের গৌরব রবে না
চাতক মইলে যাবে জানা
ওই নামের গৌরব রবে না

জল দিয়ে করো সান্ত্বনা
জল দিয়ে করো সান্ত্বনা
অবোধ লালনে

মেঘের বরিষন বিনে
চাতক বাঁচে কেমনে?
মেঘের বরিষন বিনে
চাতক বাঁচে কেমনে?
মেঘের বরিষন বিনে



Credits
Writer(s): Lalon Shah
Lyrics powered by www.musixmatch.com

Link