jao

যাও, যদি চলে যাও
বলে যাও, কেন এখনও আছ তুমি? (আছ তুমি)
বুঝি না কী বলো তুমি ইশারায়
যাও, যদি যাও বলে যাও (ইশারায়, ইশারায়, ইশারায়)

যাও, যদি চলে যাও
বলে যাও, কেন এখনও আছ তুমি? (আছ তুমি)
বুঝি না কী বলো তুমি ইশারায়
যাও, যদি যাও বলে যাও (ইশারায়, ইশারায়, ইশারায়)

ছিলে তুমি আমার সাথি হয়ে
(আমার সাথি হয়ে)
তোমায় নিয়ে লিখেছি, এঁকেছি
কত কবিতা ও ছবি (কবিতা ও ছবি)

কত স্বপ্ন ছিল আমার তোমায় নিয়ে, নিয়ে
ভাবি না আর
কেন তুমি উধাও
হাওয়ায় হাওয়ায় ভেসে

হয়তোবা দেখা হবে আবার
আরেক জীবনে (আরেক জীবনে)
যেখানে থেকে যাবে, কাছে থাকবে
ভুলবে না আমায়

যাও, যদি চলে যাও
বলে যাও, কেন এখনও আছ তুমি? (আছ তুমি)
বুঝি না কী বলো তুমি ইশারায়
যাও, যদি যাও বলে যাও (ইশারায়, ইশারায়, ইশারায়)

যাও, যদি চলে যাও
বলে যাও, কেন এখনও আছ তুমি? (আছ তুমি)
বুঝি না কী বলো তুমি ইশারায়
যাও, যদি যাও বলে যাও (ইশারায়, ইশারায়, ইশারায়)

সময় হলে বলতে, "থেকে যাও
আর একটুক্ষণ, আর একটুক্ষণ"
তা বুঝলে থেকে যেতাম
কীভাবে রেখে দেই তোমায়

কত স্বপ্ন ছিল আমার তোমায় নিয়ে, নিয়ে
ভাবি না আর
কেন তুমি উধাও
হাওয়ায় হাওয়ায় ভেসে

হয়তোবা দেখা হবে আবার
আরেক জীবনে (আরেক জীবনে)
যেখানে থেকে যাবে, কাছে থাকবে
ভুলবে না আমায়

যাও, যদি চলে যাও
বলে যাও, কেন এখনও আছ তুমি? (আছ তুমি)
বুঝি না কী বলো তুমি ইশারায়
যাও, যদি যাও বলে যাও (ইশারায়, ইশারায়, ইশারায়)

যাও, যদি চলে যাও
বলে যাও, কেন এখনও আছ তুমি? (আছ তুমি)
বুঝি না কী বলো তুমি ইশারায়
যাও, যদি যাও বলে যাও (ইশারায়, ইশারায়, ইশারায়)



Credits
Writer(s): Barney Sku
Lyrics powered by www.musixmatch.com

Link