Amar Protichhobi

মুখটা তুলে আকাশটাতে দেখো আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই পাশে পাশে

মনটা খারাপ করে যখন তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায় মজার কোনো গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষণ
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন

রাতের আকাশ ভরা তারা হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়তোবা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ

দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি গানের মতো করে

ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাঁটার সময় আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশিরকণায় তাকিয়ে দেখো তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি

রাতের আকাশ ভরা তারা হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়তোবা ঝরে যাবে
থাকবো আমি হয়ে নীল আকাশ
নীল আকাশ



Credits
Writer(s): Saidus Sumon
Lyrics powered by www.musixmatch.com

Link