Anmonne

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আঁধার আকাশটাকে ফেলে
শুধু আমি জেগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর

তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি

মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে?
কবিতা কি লেখো এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?

বৃষ্টি ভেজা এই শরীরে কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এ ঘরে ডাকি না কাউকে যে
পড়ি না আর সেই কবিতা
দেখি না যে আর জোছনা
অনুভূতিহীন দেয়ালে বন্দী আমি যেন একা

তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি

মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে?
কবিতা কি লেখো এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?

ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে

মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে?
কবিতা কি লেখো এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?



Credits
Writer(s): Aurthohin Band, Saidus Sumon
Lyrics powered by www.musixmatch.com

Link