Kolponai Dekha Daw

কখনো যদি দূরে যাও চলে'
শূন্যতারা আমায় যে ঘিরে ধরে.
কখনো তুমি পাশে না থাকলে'
মন অশ্রু মেঘে ভিজে যাবে জলে...

কভু যেওনা হারিয়ে তবে চাঁদ ওঠবেনা আর
শুধু তোমায় খুঁজবে বলে...।।

কল্পনায় দেখা দাও' ছুঁতে কেন পারি না
কাছে এসে যাও দূরে সইতে যে পারি না.।।

কভু যেওনা হারিয়ে তবে চাঁদ ওঠবেনা আর
শুধু তোমায় খুঁজবে বলে...।।

ফিরে এসো এই মনে' আর দূরে থেকো না.
তোমায় নিয়ে বেঁচে থাকা' এই আমার প্রার্থনা...।।

কভু যেওনা হারিয়ে তবে চাঁদ ওঠবেনা আর
শুধু তোমায় খুঁজবে বলে...।।



Credits
Writer(s): Tanjib Sowrov
Lyrics powered by www.musixmatch.com

Link