Toke Amar Kore Chai (feat. Jolsha Siddike)

তোকে অল্প হলেও
আমি আমার করে চাই
কিছু গল্প হলেও
আমি লিখে দিয়ে যাই
তোকে অল্প হলেও
আমি আমার করে চাই
কিছু গল্প হলেও
আমি লিখে দিয়ে যাই
সত্যি বলতে আমি তোকে
আমার করে চাই
তোকে ছাড়া মিথ্যে হবে
পুরো পৃথিবীটাই

তোকে অল্প হলেও
আমি আমার করে চাই
কিছু গল্প হলেও
আমি লিখে দিয়ে যাই
তোকে অল্প হলেও
আমি আমার করে চাই
কিছু গল্প হলেও
আমি লিখে দিয়ে যাই

তোর হাসিতে বেচে থাকার
কারণ খুজে পাই
তোর মতো কাউকে এতো
মনে ধরে নাই
তোর গল্পের শিরোনামে
আমি থাকতে চাই
তোর নামের খুব অতলে
ডুবে যেতে চাই
মিথ্যেনারে আমি তোকে
নিয়ে বাচতে চাই
তোকে পেলে এই জীবনে
চাওয়া পাওয়া নাই



Credits
Writer(s): Ar Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link