shukh gulo bohudur

সুখগুলো বহুদূর
হেসে খেলে পারি দেয়
জীবন্ত অনুরোধ
লাশ দের ছিড়ে খায়।
শহরতলীর ভিড়ে
সিগারেটে শেষ টান
ছুড়ে ফেলে পিষে মারে
থাকলো না পিছুটান।

ঝড়ে পড়া ফুল হয়ে
নেই কোনো অভিযোগ
গুন ভাগ সব শেষে
করি কিসে বিনিয়োগ?

সুখ গুলো যায় যায় হেসে খেলে
শহরতলীর ভিড়ে.হুমমম

সুখ গুলো ভুলে যায়
হেসে খেলে পারি দেয়
পথ গুলো থেমে যায়
সময় বাকি রয়ে যায়
সব শেষে একাকী

ঝড়ে পড়া ফুল হয়ে
নেই কোনো অভিযোগ
গুন ভাগ সব শেষে
করি কিসে বিনিয়োগ?



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link