Ajrail

একদিন তো এই পৃথিবী
যাইতে হবে ছাড়িয়া
আজরাইলে জানটা তোমার
লইবো ঠিকই কাড়িয়া
বন্ধু স্বজন টাকা কড়ি
বাচাইবো কি করিয়া ।

কক্সবাজার যাইবা তুমি
দুই চার দিনের লাগিয়া
সঙ্গে কি কি লইবা অস্থির
সেই কথা তা ভাবিয়া
অনন্তকাল থাকবা সেথায়
দ্যাখো চিন্তা করিয়া ।

চাকরি বাকরির ভাইবা দিবা
কত পড়া লেখা
মুনকার নাকির ভাইবা নিবো
উত্তর কি আছে শেখা
সময় থাকতে শিখে নাও সব
বাকি জীবন ধরিয়া ।



Credits
Writer(s): Mirza Rakib
Lyrics powered by www.musixmatch.com

Link