Mukhosh

আজ ভুলে গেছি আমি কে
বিদ্রোহ আজ চারদিকে
রঙিন পৃথিবীর মায়াজালে
মুখোশ আগলে ধরে রাখছে আমাকে

চিনতে পেয়েছো কি এই আমায়
যে তোমাদের অবুজ হওয়ার মজা নেয়
মাতাল সুরে তোমাদের নাচিয়েছি
আমার রঙিন পৃথিবীতে

চিনতে পেয়েছো কি এই আমায়
যে তোমাদের অবুজ হওয়ার মজা নেয়
মাতাল সুরে তোমাদের নাচিয়েছি
আমার রঙিন পৃথিবীতে
জানি তোমরা আজ অসহায়
জানাই তোমাদের শেষ বিদায়
যাওয়ার আগে কি জানতে চাও
কে এই মুখোশ চালায়?

আজ ভুলে গেছি আমি কে
বিদ্রোহ আজ চারদিকে
রঙিন পৃথিবীর মায়াজালে
মুখোশ আগলে ধরে রাখছে আমাকে

কখনো কি বুঝতে পারো নি
কে তোমাদের এইসব করে
তোমাদের শূন্য মস্তিষ্কের
চাবি কে ঘুরায়
হয়তো জানতে পারবে একদিন
কে ছিল এর পিছে
কিন্তু হয়তো সেইদিন চলে যাবে সময়ের কাছে

আজ ভুলে গেছি আমি কে
বিদ্রোহ আজ চারদিকে
রঙিন পৃথিবীর মায়াজালে
মুখোশ আগলে ধরে রাখছে আমাকে

আজ ভুলে গেছি আমি কে
বিদ্রোহ আজ চারদিকে
রঙিন পৃথিবীর মায়াজালে
মুখোশ আগলে ধরে রাখছে আমাকে



Credits
Writer(s): Tanvir Faisal
Lyrics powered by www.musixmatch.com

Link