Ke Ami

গভীর নিশিতে চোখ বোজে ভাবি
কে আমি? কি আমার পরিচয়?
গভীর নিশিতে চোখ বোজে ভাবি
কে আমি? কি আমার পরিচয়?

ভাবতে ভাবতে কোনো এক সময়
নিজেকে চিনতেও লাগে বড় ভয়
কে আমি? কি আমার পরিচয়?

গভীর নিশিতে চোখ বোজে ভাবি
কে আমি? কি আমার পরিচয়?
গভীর নিশিতে চোখ বোজে ভাবি
কে আমি? কি আমার পরিচয়?

কোথায় ছিলাম আমি কোথায় এলাম
ফের কোথায় আমায় ফিরতে হবে
কে আমায় পাঠাল? সে কোথায় লুকাল
তাঁর সাথে দেখা কেনো হয়না তবে
কোথায় ছিলাম আমি কোথায় এলাম
ফের কোথায় আমায় ফিরতে হবে
কে আমায় পাঠাল? সে কোথায় লুকাল
তাঁর সাথে দেখা কেনো হয়না তবে

গভীর নিশিতে গভীর ভাবোনায়
নিজেকে চিনতেও কত সংশয়
কে আমি? কি আমার পরিচয়?

গভীর নিশিতে চোখ বোজে ভাবি
কে আমি? কি আমার পরিচয়?
গভীর নিশিতে চোখ বোজে ভাবি
কে আমি? কি আমার পরিচয়?

ভাবোনার ক্ষমতা যায় হারিয়ে
দেহটা হয়ে যায় নিশ্চুপ নিশ্চল
নিশি হয় ভোর কেটে যায় ঘোর।
ভাবোনার ক্ষমতা যায় হারিয়ে
দেহটা হয়ে যায় নিশ্চুপ নিশ্চল
নিশি হয় ভোর কেটে যায় ঘোর ।
প্রশ্নরা থেকে যায় অবিরাম অবিরল
প্রভাতে মিশে যাই মিছে মায়ায়
জেনেও মেনে নেই নিশি পরাজয়
কে আমি? কি আমার পরিচয়?

গভীর নিশিতে চোখ বোজে ভাবি
কে আমি? কি আমার পরিচয়?
ভাবতে ভাবতে কোনো এক সময়
নিজেকে চিনতেও লাগে বড় ভয়
কে আমি? কি আমার পরিচয়?

গভীর নিশিতে চোখ বোজে ভাবি
কে আমি? কি আমার পরিচয়?
গভীর নিশিতে চোখ বোজে ভাবি
কে আমি? কি আমার পরিচয়?
কে আমি? কি আমার পরিচয়?
কে আমি? কি আমার পরিচয়?



Credits
Writer(s): Salah Uddin Siddik
Lyrics powered by www.musixmatch.com

Link