Baksho Bondi

যা কিছু দেখো, ঘটছে নিয়ত তোমার চারিদিকে
কতটুকু তার দেখা তোমার নিজেরই চোখে?
যা কিছু শোনো, বলছে করতে সরল বিশ্বাস
কতটুকু তার যে তোমার সাথে নিছক উপহাস?

পথহারা সত্য মিথ্যের মিছিলে
বাক্সবন্দি বিবেক পড়ে থাকে
আমাদের চারিধার
ছদ্মবেশী বন্ধু, কে যে কার
শৃঙ্খলিত কারাগার
ভেঙে বেরোতেই হবে যে তোমার
অন্ধকার রাত শেষে ভোরের কিরণে
পথ হারাবার শিহরণে

মত ভ্রষ্ট প্রতিবাদ
শব্দ যুদ্ধে খোঁজা প্রতিকার
ভয় পেরিয়ে বাক্স শিকার
এ যুদ্ধ শুধুই তোমার-আমার



Credits
Writer(s): Iqbal Asif Jewel, Lincoln D'costa, Saef Al Nazi, Sazzadul Asheqeen Shaju
Lyrics powered by www.musixmatch.com

Link