Tumi Kothay? (Cosmic Edition)

আমার কাছে এসে
দাড়িয়ে থাকো
আমাকে দেখে
আড়ালে রাখো
আমি ডুবে যাই
ডুবে যাই
তোমার ঠিকানায়
ঠিকানায়
আমি ভেসে যাই
ভেসে যাই
অজানায়

তুমি
তুমি
কোথায়?
আমার
আমার
সেথায়
আমি
আমি
ডুবে যাই

তুমি
তুমি
কোথায়?
তুমি
তুমি
সেথায়
আমি
আমি
বেসে যাই

আমার অজানায়
আমি ডুবে যাই
আমার ঠিকানায়
আমি ভেসে যাই
তুমি কি আমার
কাছে
আমার পাশে

তুমি
তুমি
কোথায়?
আমার
আমার
সেথায়
আমি
আমি
ডুবে যাই

তুমি
তুমি
কোথায়?
তুমি
তুমি
সেথায়
আমি
আমি
বেসে যাই

এক আকাশ মেঘে ঢাকা
তোমার সাথে আমি একা
এক আকাশ মেঘে ঢাকা
তোমার সাথে আমি একা

তুমি
তুমি
কোথায়?
আমার
আমার
সেথায়
আমি
আমি
ডুবে যাই

তুমি
তুমি
কোথায়?
তুমি
তুমি
সেথায়
আমি
আমি
বেসে যাই



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link