Anmone

কতো কিছু যে জানিনা
এই ছোট্ট জীবিনে
কতো কিছু যে বুঝি না
এই বাধা নিয়মে
কতো কিযে বাকী পড়ে
অযতনে আর আনমনে ||

কতো পাখি আর কতো যে গান
সবুজে সবুজে মেলা
কতো যে মাঠ আর কতো যে প্রান
হারানো হারানো খেলা ||
কতো কি যে বাকী...

কতো কবি আর কতো যে গান
খালি পায়ে হাটাচলা
কতো যে দিন আর কতো যে রাত
মেটেনা বুকেরই জ্বালা ||
কতো কি যে বাকী পড়ে...



Credits
Writer(s): Nafis Kamal
Lyrics powered by www.musixmatch.com

Link