Ghum Jodi Na Ase Govir Rate

ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
মানুষ হয়ে তোমরা কেন
মানুষ হয়ে তোমরা কেন
গভীর ঘুমে আছো মেতে

ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে

পশু পাখি গাছ গাছালি
প্রভুর প্রেমে জেগে করে মিতালী
পশু পাখি গাছ গাছালি
প্রভুর প্রেমে জেগে করে মিতালী
মানুষ হয়ে তোমরা কেন
মানুষ হয়ে তোমরা কেন
গভীর ঘুমে আছো মেতে

ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে

আকাশ বাতাস গ্রহ তারা
পাহাড় নদী ঝর্ণাধারা
আকাশ বাতাস গ্রহ তারা
পাহাড় নদী ঝর্ণাধারা
পাখিদের কলতানে মিষ্টি সুরে
পাখিদের কলতানে মিষ্টি সুরে
তোমার প্রেমে গেয়ে ওঠে জেগে

ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
মানুষ হয়ে তোমরা কেন
মানুষ হয়ে তোমরা কেন
গভীর ঘুমে আছো মেতে

ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
ঘুম যদি না আসে গভীর রাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে
প্রভুর প্রেমে জাগো তাজবি হাতে



Credits
Writer(s): Collected .
Lyrics powered by www.musixmatch.com

Link