Sunil Sagarer Shyamal Kinare

সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে
তুলনাহীনারে, তুলনাহীনারে

এ কথা কভু আর পারে না ঘুচিতে
আছে সে নিখিলের মাধুরীরুচিতে
এ কথা শিখানু যে আমার বীণারে
গানেতে চিনালেম সে চির-চিনারে

দেখেছি পথে যেতে
তুলনাহীনারে, তুলনাহীনারে

সে কথা সুরে সুরে ছড়াব পিছনে
স্বপনফসলের বিছনে বিছনে
মধুপগুঞ্জে সে লহরী তুলিবে
কুসুমকুঞ্জে সে পবনে দুলিবে
ঝরিবে শ্রাবণের বাদলসিচনে

শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে
স্মরণবেদনার বরনে আঁকা সে
চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে
ইমনে কেদারায় বেহাগে বাহারে

দেখেছি পথে যেতে
তুলনাহীনারে, তুলনাহীনারে
সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে
তুলনাহীনারে, তুলনাহীনারে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link