Ekla Boshe Hero Tomar Chobi

একলা বসে হেরো তোমার ছবি
এঁকেছি আজ বাসন্তী রঙ দিয়া
একলা বসে...
খোঁপার ফুলে একটি মধুলোভী
মৌমাছি ওই গুঞ্জরে, ওই গুঞ্জরে বন্দিয়া
একলা বসে...

সমুখ-পানে বালুতটের তলে
শীর্ণ নদী শ্রান্তধারায় চলে
বেণুচ্ছায়া তোমার চেলাঞ্চলে
উঠিছে স্পন্দিয়া

একলা বসে...

মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন দু'টি
ছায়ায় ছন্ন অরণ্য-অঙ্গনে
ছায়ায় ছন্ন অরণ্য-অঙ্গনে
প্রজাপতির দল যেখানে জুটি
রঙ ছড়ালো, রঙ ছড়ালো প্রফুল্ল রঙ্গনে

তপ্ত হাওয়ায় শিথিলমঞ্জরী
গোলকচাঁপা একটি দু'টি করি
পায়ের কাছে পড়ছে ঝরি ঝরি
পায়ের কাছে...
তোমারে নন্দিয়া

একলা বসে...

ঘাটের ধারে কম্পিত ঝাউশাখে
দোয়েল দোলে সঙ্গীতে চঞ্চলি
দোয়েল দোলে...
আকাশ ঢালে পাতার ফাঁকে ফাঁকে
তোমার কোলে সুবর্ণ-অঞ্জলি
দোয়েল দোলে...

বনের পথে যে যায় চলি দূরে
বাঁশির ব্যথা পিছন-ফেরা সুরে
তোমায় ঘিরে হাওয়ায় ঘুরে ঘুরে
ঘিরে ঘিরে ফিরিছে ক্রন্দিয়া

একলা বসে হেরো তোমার ছবি
এঁকেছি আজ বাসন্তী রঙ দিয়া
একলা বসে...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link