She Je Boshe Ache - Space Edition

(সে যে বসে আছে একা একা)
(রঙিন স্বপ্ন তার বুনতে)
(সে যে চেয়ে আছে ভরা চোখে)
(জানালার ফাঁকে মেঘ ধরতে)

সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে

তার গুন গুন মনের গান বাতাসে ঘোরে
কান পাতো, মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেলো, যদি পারো বুঝতে

তার গুন গুন মনের গান বাতাসে ঘোরে
কান পাতো, মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেলো, যদি পারো বুঝতে

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ধার দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ধার দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন

সে যে বসে আছে



Credits
Writer(s): Arnob
Lyrics powered by www.musixmatch.com

Link