Amar Dike Takiye Shey

আমার দিকে তাকিয়ে সে আমাকে না, অন্য কাউকে দেখতো
আমাকে ধরে সে আমাকে না, অন্য কাউকে ধরতো
আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো
আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো

আমাকে পাশ কাটিয়ে তুমি যাহারে ভালোবেসেছিলে
সে কি আমার চাইতে বেশি তারা গুনতো?
নাকি আমার চাইতে বেশি কবিতা লিখতো?
নাকি আমার চাইতে বেশি ভালোবাসতো?

আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো
আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো

আমাকে পাশ কাটিয়ে তুমি যাহারে ভালোবেসেছিলে
সে কি আমার চাইতে বেশি ব্যথা লুকাতো?
নাকি আমার চাইতে বেশি কেঁদেছিল খুব?
নাকি আমার চাইতে বেশি ভালোবাসতো?

আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো
আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো

যদি ভালোবাসতে এই আমাকে
জলোচ্ছ্বাস বয়ে যাবে

তোমাকে আজ খুব দারুণ লাগছে
আকাশের তারারা depression-এ
তোমাকে আজ খুব ছারখার লাগছে, ও
তোমাকে আজ খুব দারুণ লাগছে
আকাশের তারারা depression-এ
তোমাকে আজ খুব ছারখার লাগছে, ও

আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো
আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো
আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো
আসলে সে আমাকে না, অন্য কাউকে ভালোবাসতো



Credits
Writer(s): Zunayed Evan
Lyrics powered by www.musixmatch.com

Link