E Mon Tomake Chai

এ মন তোমাকে চায়
এ মন খোঁজে তোমায়
এ মন তোমাকে চায়
এ মন খোঁজে তোমায়

স্বপ্নে, সোনালী লগনে
রুপোলি জ্যোৎস্না রাতে
স্বপ্নে, সোনালী লগনে
রুপোলি জ্যোৎস্না রাতে

এ মন তোমাকে চায়

সারাক্ষণ ভাবি বসে আনমনে
খুঁজে বেড়ায় খুশি মনের ভিড়ে
সারাক্ষণ ভাবি বসে আনমনে
খুঁজে বেড়ায় খুশি মনের ভিড়ে

মন চায় তাকে হৃদয়ের মাঝে
মন চায় তাকে হৃদয়ের মাঝে
এ আমার সুখের ভাবনা

এ মন তোমাকে চায়

বলবো তোমায় কী করে মনের কথা?
না বলে কী করে সইবো ব্যথা?
ও, বলবো তোমায় কী করে মনের কথা?
না বলে কী করে সইবো ব্যথা?

অসহায় লাগে সবার মাঝে
অসহায় লাগে সবার মাঝে
এর নাম কী ভালোবাসা?

এ মন তোমাকে চায়
এ মন খোঁজে তোমায়

স্বপ্নে, সোনালী লগনে
রুপোলি জ্যোৎস্না রাতে
স্বপ্নে, সোনালী লগনে
রুপোলি জ্যোৎস্না রাতে

এ মন তোমাকে চায়
এ মন তোমাকে চায়



Credits
Writer(s): Pallab Mondal
Lyrics powered by www.musixmatch.com

Link