Buk Bendhe Tui Dara Dekhi

বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই
শুধু তুই ভেবে ভেবেই
হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই

একটা কিছু করে নে ঠিক
ভেসে ফেরা মরার অধিক
একটা কিছু করে নে ঠিক
ভেসে ফেরা মরার অধিক
বারেক এ দিক বারেক ও দিক
এ খেলা আর খেলিস নে ভাই
শুধু তুই ভেবে ভেবেই
হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই

বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই

মেলে কিনা মেলে রতন
করতে তবু হবে যতন
না যদি হয় মনের মতন
চোখের জলটা ফেলিস নে ভাই

ভাসাতে হয় ভাসা ভেলা
করিস নে আর হেলাফেলা
ভাসাতে হয় ভাসা ভেলা
করিস নে আর হেলাফেলা
পেরিয়ে যখন যাবে বেলা
তখন আঁখি মেলিস নে ভাই
শুধু তুই ভেবে ভেবেই
হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই

বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই
শুধু তুই ভেবে ভেবেই
হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link