Nari Jemon Nache

নারী যেমন নাচে, নাচায় তেমন
কখনো বন্ধু, কখনো দুশমন
নারী যেমন নাচে, নাচায় তেমন
কখনো বন্ধু, কখনো দুশমন
আমি যে, আমি যে তাদেরই একজন

নারী যেমন নাচে, নাচায় তেমন
কখনো বন্ধু, কখনো দুশমন

এই রূপে আছে আগুন, আবার আছে আলো
ঘৃণা যেমন করি, তেমনি বাসি ভালো
এই রূপে আছে আগুন, আবার আছে আলো
ঘৃণা যেমন করি, তেমনি বাসি ভালো
চোখের ইশারাতে পারি যে কাছে নিতে
পারি যে ভোলাতে এ মন

নারী যেমন নাচে, নাচায় তেমন
কখনো বন্ধু, কখনো দুশমন

আমি কারো কাছে কাঁটা, কারো কাছে মালা
সোহাগ যেমন আছে, তেমনি আছে জ্বালা
আমি কারো কাছে কাঁটা, কারো কাছে মালা
সোহাগ যেমন আছে, তেমনি আছে জ্বালা
আমি কি পৃথিবীতে এসেছি পুতুল হতে
ওড়াতে সাধের এ জীবন?

নারী যেমন নাচে, নাচায় তেমন
কখনো বন্ধু, কখনো দুশমন
নারী যেমন নাচে, নাচায় তেমন
কখনো বন্ধু, কখনো দুশমন
আমি যে, আমি যে তাদেরই একজন

নারী যেমন নাচে, নাচায় তেমন
কখনো বন্ধু, কখনো দুশমন



Credits
Writer(s): Runa Laila
Lyrics powered by www.musixmatch.com

Link