Dinga Bhasao Sagare

ডিঙ্গা ভাসাও সাগরে, সাথী রে
ডিঙ্গা ভাসাও সাগরে
ডিঙ্গা ভাসাও সাগরে, সাথী রে
ডিঙ্গা ভাসাও সাগরে
পুবের আকাশ রাঙা হলো, সাথী
ঘুমায়ো না আর, জাগো রে

ডিঙ্গা ভাসাও সাগরে, সাথী রে
ডিঙ্গা ভাসাও সাগরে
ভাসাও ডিঙ্গা সাগরে
ভাসাও রে ডিঙ্গা সাগরে
ভাসাও রে ডিঙ্গা সাগরে
ভাসাও রে ডিঙ্গা সাগরে

ডাঙ্গার টানে পরান ছিল বাঁধা
কেন রে বন্ধু এতকাল
ছিল পরান বাঁধা এতকাল
গরজে গুমরি ডাকে শোনো
ওই তরঙ্গ উথাল পাথাল
ওই তরঙ্গ উথাল পাথাল

পাল তুলে দাও, হাল ধরো হাতে
দুস্তর সাগর হবো পার
পাল তুলে দাও, হাল ধরো হাতে
দুস্তর সাগর হবো পার
জাগায়ে মাতন ঢেউয়ের নাচন
মরণ-বাঁচন একাকার

ডিঙ্গা ভাসাও সাগরে, সাথী রে
ডিঙ্গা ভাসাও সাগরে
ডিঙ্গা ভাসাও সাগরে, সাথী রে
ডিঙ্গা ভাসাও সাগরে
পুবের আকাশ রাঙা হলো, সাথী
ঘুমায়ো না আর, জাগো রে

ডিঙ্গা ভাসাও সাগরে, সাথী রে
ডিঙ্গা ভাসাও সাগরে
ভাসাও ডিঙ্গা সাগরে
ভাসাও রে ডিঙ্গা সাগরে
ভাসাও রে ডিঙ্গা সাগরে
ভাসাও রে ডিঙ্গা সাগরে
ভাসাও রে ডিঙ্গা সাগরে



Credits
Writer(s): Pratul Mukhopadhyay, Amit Das
Lyrics powered by www.musixmatch.com

Link