Bhoy Pas Na Chhele

ভয় পাস নে, ছেলে, ভয় পাস নে, ছেলে
ভয় পাস নে, ছেলে, ভয় পাস নে, ছেলে
কেউটে কিংবা গোখর নয়, ও সাপ নেহাত হেলে
কেউটে কিংবা গোখর নয়, ও সাপ নেহাত হেলে

ভয় পাস নে, ছেলে, ভয় পাস নে, ছেলে
ভয় পাস নে, ছেলে, ভয় পাস নে, ছেলে
কেউটে কিংবা গোখর নয়, ও সাপ নেহাত হেলে
কেউটে কিংবা গোখর নয়, ও সাপ নেহাত হেলে

কামড়ে দিলে পা
ও সাপ কামড়ে দিলে পা
খুবজোর তো দু'চারদিনের ঘা
কামড়ে দিলে পা
ও সাপ কামড়ে দিলে পা
খুবজোর তো দু'চারদিনের ঘা

আরে সাহস করে, ছেলে
সাহস করে, ছেলে
সাহস করে, ছেলে, যদি তুলতে পারিস লাঠি
সাহস করে, ছেলে, যদি তুলতে পারিস লাঠি
দেখবি ও সাপ পায়ের কাছে
দেখবি ও সাপ পায়ের কাছে
ঠান্ডা মেরে গুটিয়ে আছে
ঠান্ডা মেরে গুটিয়ে আছে
দিব্যি পরিপাটি
দিব্যি পরিপাটি

ভয় পাস নে, ছেলে, ভয় পাস নে, ছেলে
ভয় পাস নে, ছেলে, ভয় পাস নে, ছেলে
কেউটে কিংবা গোখর নয়, ও সাপ নেহাত হেলে
কেউটে কিংবা গোখর নয়, ও সাপ নেহাত হেলে

ভয় পাস নে, ছেলে, ভয় পাস নে, ছেলে
ভয় পাস নে, ছেলে, ভয় পাস নে, ছেলে



Credits
Writer(s): Pratul Mukhopadhyay, Partha Bandyopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link