Hey Priyo Amare Dibona

হে প্রিয়, আমারে দিব না ভুলিতে
হে প্রিয়, আমারে দিব না ভুলিতে
হে প্রিয়, আমারে দিব না ভুলিতে
মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে
প্রিয়, আমারে দিব না ভুলিতে
হে প্রিয়, আমারে দিব না ভুলিতে

বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে
শুনিবে দূরে
বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে
বিরহী বাঁশি ঝুরে আমারি সুরে
আমারি করুণ কথা গাহিবে কে কোথা
আমারি করুণ কথা গাহিবে কে কোথা
সজল মেঘ-ঘেরা নিশীথে

প্রিয়, আমারে দিব না ভুলিতে
হে প্রিয়, আমারে দিব না ভুলিতে

গোধূলি-ধূসর ম্লান আকাশে
আকাশে, আকাশে, আকাশে
গোধূলি-ধূসর ম্লান আকাশে
হেরিবে আমার মূরতি ভাসে
তব পদদলিত ফুলের বাসে
পড়িবে মনে আমারে চকিতে
তব পদদলিত ফুলের বাসে
পড়িবে মনে আমারে চকিতে

প্রিয়, আমারে দিব না ভুলিতে
মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে
প্রিয়, আমারে দিব না ভুলিতে
হে প্রিয়, আমারে দিব না ভুলিতে



Credits
Writer(s): Sukumar Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link