Amar Chokh Pakhita

আমার চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে
আমার চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে
উড়ু উড়ু পাখনা যে তার এখান-সেখান করে
চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে
আমার চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে

আমি দিলাম তারে সোনাদানা, মনের মধ্য ঠাঁই
আমি দিলাম তারে সোনাদানা, মনের মধ্য ঠাঁই
হায় রে পোড়া কপাল দেখি সুখে তবু নাই
ও যে কীসের বুঝে রতন খুঁজে এ সংসারে মরে

চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে
আমার চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে

আমি দিলাম তারে হাসিখুশি সোহাগ মনের বল
আমি দিলাম তারে হাসিখুশি সোহাগ মনের বল
হায় রে দেখি ও যে শুধু ফেলে চোখের জল
তার কেবা আপন কেবা যে পর, বোঝে না এ ঘরে

চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে
আমার চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে
উড়ু উড়ু পাখনা যে তার এখান-সেখান করে
চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে
আমার চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে
আমার চোখপাখিটা বড়োই অবুঝ, থাকে না পিঞ্জরে



Credits
Writer(s): Mrinal Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link