Tumi Jeyo Na - Original Mix

Intro Music
মনে যত কথা
আমি বলি তুমি বোঝনা
Everybody wanna hurt you
তবু আমায় ফিরে দেখলে না

কি করি আমি ভাবি
শুধু তোমায় ছাড়া বাঁচিনা
শত মানুষের ভিড়েও আমি
অন্য কাউকে খুঁজি না

যেও না প্লিজ যেও না
এই মনটা ভেঙ্গে দিও না
এসো না প্লিজ এসো না
তুমি আমার কাছে এসো না
যেও না প্লিজ যেও না
এই মনটা ভেঙ্গে দিও না
এসো না প্লিজ এসো না
কাছে সেসে ভালোবাসো না

Drop

অভিমানে তুমি আমায়
একা করে দিও না
I just wanna love you
তুমি কেন তা বোঝো না

ছেড়ে গেলে হবে মরণ
শুধু তুমি যে শেষ ঠিকানা
শত মানুষের ভীড়েও আমি
অন্য কাউকে খুঁজি না

যেও না প্লিজ যেও না
এই মনটা ভেঙ্গে দিও না
এসো না প্লিজ এসো না
তুমি আমার কাছে এসো না
যেও না প্লিজ যেও না
এই মনটা ভেঙ্গে দিও না
এসো না প্লিজ এসো না
কাছে এসে Bhalobasho na

Drop



Credits
Writer(s): Shariful Islam
Lyrics powered by www.musixmatch.com

Link