Tara Khosha

তারাখসা হয়ে আমি মহাকাশে ঘুরে ঘুরে
পৃথিবীতে ফিরে আসি ফের
যদি দেখা হয়ে যায় আমাদের
তারাখসা হয়ে আমি মহাকাশে ঘুরে ঘুরে
পৃথিবীতে ফিরে আসি ফের
যদি দেখা পেয়ে যাই আমাদের
নেই দেখা তোমাদের
আশা রাখি স্বর্গের
নকশাটা পেয়ে গেলে দিয়ে দেব ঠিকঠাক
তবু দেখা
তবু দেখা
তবু দেখা
হলোনা
হলোনা
তবু দেখা
হলোনা

তোমাদের দেখা পেলে
প্রিয় সমাধির মত
প্রশ্নেরা হয়ে যাবে চুপ
রুগ্নতা পাবে শত রুপ
তোমাদের দেখা পেলে
প্রিয় সমাধির মত
প্রশ্নেরা হয়ে যাবে চুপ
রুগ্নতা পাবে শত রুপ
পৃথিবীর দরজায়
স্বর্গেরই নকশায়
পৌছানো যায় জানে স্বপ্নিল চিল
তাই মানুষ
তাই মানুষ
তাই মানুষ
ভেবে যায়
হেসে যায়
খেলে যায়
তাই মানুষ বেচে যায়

তারাখসা হয়ে আমি মহাকাশে ঘুরে ঘুরে
পৃথিবীতে ফিরে আসি ফের
যদি দেখা হয়ে যায় আমাদের



Credits
Writer(s): Muiz Mahfuz
Lyrics powered by www.musixmatch.com

Link