Plastic E Dube Achi

এভাবেই একদিন পৃথিবীর ফুলেরা হারিয়ে যাবে
পাখিরাও জাদুঘর চিনে যাবে
ষড়ঋতু আর নয় একটাই ঋতু হবে
চির-গ্রীষ্ম
দক্ষিণ দুয়ারে আসে দাবদাহ
অরণ্যহীন অরণ্যে রোদন
নীলাচল জুড়ে কাঁদে সুন্দরবন
গভীর রাতে নীলতিমির এ গান
প্লাস্টিকে ডুবে আছি আমাকে বাঁচান

বাঘ আর হরিণের নেই কোন বন
আছে চিড়িয়াখানা
উঁচু গাছ বানরের
হলোনা চেনা
দেহ মনে ভ্রুণে অণু-প্লাস্টিক মরে গেছে
যৌথ নদী
স্বল্পমেয়াদী লাভে দীর্ঘ ক্ষতি
অরণ্যহীন অরণ্যে রোদন
নীলাচল জুড়ে কাঁদে আমার এ মন
গভীর বনে নীল পাখির এ গান
শিকারির জালে আছি আমাকে বাঁচান

এভাবেই একদিন পৃথিবীর ফুলেরা হারিয়ে যাবে
পাখিরাও জাদুঘর চিনে যাবে
ষড়ঋতু আর নয় একটাই ঋতু হবে
চির-গ্রীষ্ম
দক্ষিণ দুয়ারে আসে দাবদাহ
অরণ্যহীন অরণ্যে রোদন
নীলাচল জুড়ে কাঁদে সুন্দরবন
গভীর রাতে নীলতিমির এ গান
প্লাস্টিকে ডুবে আছি আমাকে বাঁচান



Credits
Writer(s): Muiz Mahfuz
Lyrics powered by www.musixmatch.com

Link