Dwitiyo Satwa

ইচ্ছে করলেই আমার দ্বিতীয় সত্তা
ভৈরবী রাগের মূর্ছনার মতো
নদীর গহীনে উল্টোমুখী প্রবাহ হতে পারে
আকাশের সর্বত্র রংধনু হবার প্রতিশ্রুতি রেখে
প্রথম সত্তা তো সেই কবে থেকেই
মোহগ্রস্ত জীবনের সোনার খাঁচায় বন্দি

জানো তো মেঘের শরীরে আকুলতা রেখে
একটি স্বপ্ন দুর্বিনীত হয়েছিল একদিন
তোমাকে ছুঁয়ে দিতে
জীবনের সঙ্গে করতে চেয়েছিল সন্ধি
জীবন বলেছিল, আকাশের যেমন অস্তিত্ব নেই
অথচ দৃশ্যমানের প্রহসন আছে
তেমনি তুমিও কেবল স্বপ্নের চৌহদ্দিতে এক রাজকন্যার আখ্যান
যাকে ভালোবাসা যায়, ভালোবেসে ধরে রাখা যায় না
সেই থেকে প্রথম সত্তা স্বপ্ন ছেড়ে হয়েছিল জীবনের দাস
আর মিহীন কষ্টের শ্বাসের নামকরণ হয়েছিল দীর্ঘশ্বাস

দ্বিতীয় সত্তাটা কবিতা আর শিল্প সুষমা হতে পারে বলে
ও যখন তখন আকাশ ছোঁয়
নদীর স্বরলিপি জেনে কন্ঠ মেলায় জলতরঙ্গে
বা তোমাকে এক লহমায় বুকে টেনে নেয় নিজস্ব অধিকারে
জীবনের ভার টেনে চলা প্রথম সত্তা অবাক চোখে দেখে
ক্ষণজন্মা দ্বিতীয় সত্তার জয়রথ
আর কি আশ্চর্য, সত্যি হবে না জেনেও
প্রথম সত্তা সঙ্গোপনে খোঁজে দ্বিতীয় সত্তার পথ!



Credits
Writer(s): Kundan Saha, Darpan Kabir
Lyrics powered by www.musixmatch.com

Link