Morichika

যদি খুঁজে পাও
নিঝুম রাতের স্বপ্ন তার গানে
যদি বুঝে নিতে পারো জীবন
শব্দের কী মানে?
ফিরে চাওয়া বোবা স্মৃতিগুলো
বিরহের দোরগোড়ায়
যেচে পাওয়া কিছু উপহারের
গুপ্ত ঠিকানায়

আজ আবার ঝরা পাতার লিপি
কোন সুরে গায়, ভাসে প্রতিচ্ছবি
রয় সময় নিভৃত আবাসে
কার পরিচয়?
আকাশে, আকাশে

আজ কেন মরীচিকা হয়ে শূণ্যে থেমে আছো?
আমার সাথে জোনাকি হয়ে থাকো বরং
দেবো পারি দূরে দু'জন আবার

আজ কেন মরীচিকা হয়ে শূণ্যে থেমে আছো?
আমার সাথে জোনাকি হয়ে থাকো বরং
দেবো পারি দূরে দু'জন আবার

আজ কেন মরীচিকা হয়ে শূণ্যে থেমে আছো?
আমার সাথে জোনাকি হয়ে থাকো বরং
দেবো পারি দূরে দু'জন আবার

আজ কেন মরীচিকা হয়ে শূণ্যে থেমে আছো?
আমার সাথে জোনাকি হয়ে থাকো বরং
দেবো পারি দূরে দু'জন আবার



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link