Jodi Prem Dilena Prane

মানুষের যাবার দিনের চোখ
বিশ্ব থেকে নিকিয়ে নেবে রঙ
মানুষের যাবার দিনের মন
ছানিয়ে নেবে রস
শক্তির কম্পন চলবে আকাশে আকাশে
জ্বলবে না কোথাও আলো
বীণাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে
বাজবে না সুর

সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে
নীলিমাহীন আকাশে
ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিততত্ত্ব নিয়ে
তখন বিরাট বিশ্বভুবনে
দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে
এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই
"তুমি সুন্দর, আমি ভালোবাসি"
বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগযুগান্তর ধরে
প্রলয়সন্ধ্যায় জপ করবেন, "কথা কও, কথা কও"
বলবেন, "বলো, তুমি সুন্দর"
বলবেন, "বলো, আমি ভালোবাসি"

যদি প্রেম দিলে না প্রাণে
যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?
যদি প্রেম দিলে না প্রাণে

কেন তারার মালা গাঁথা
কেন ফুলের শয়ন পাতা
কেন তারার মালা গাঁথা
কেন ফুলের শয়ন পাতা
কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?

যদি প্রেম দিলে না প্রাণে
যদি প্রেম দিলে না প্রাণে

যদি প্রেম দিলে না প্রাণে
কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
যদি প্রেম দিলে না প্রাণে
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল-হেন
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল-হেন
তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?

যদি প্রেম দিলে না প্রাণে
যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?
যদি প্রেম দিলে না প্রাণে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link