Jagater Nath

জগতের নাথ কর পার হে
জগতের নাথ কর পার হে

জগতের নাথ কর পার হে
জগতের নাথ কর পার হে
মায়া-তরঙ্গে টলমল তরণী
মায়া-তরঙ্গে টলমল তরণী
অকুল ভব পারাবার হে
জগতের নাথ কর পার হে

নাহি কাণ্ডারি ভাঙা মোর তরী
আশা নাই কুলে উঠিবার
আমি গুণহীন বলে করো যদি হেলা
শরণ লইব বল কার

জগতের নাথ কর পার হে
জগতের নাথ কর পার হে
জগতের নাথ কর পার হে

সংসারের এই ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথি
একে একে তারা ছাড়িয়া গেল হায়
একে একে তারা ছাড়িয়া গেল হায় ঘনাইল দুখ-রাতি

ধ্রুবতারা হয়ে তুমি জ্বালো
অসীম আঁধারে প্রভু আশার আলো
ধ্রুবতারা হয়ে তুমি জ্বালো
অসীম আঁধারে প্রভু আশার আলো
তোমার করুণা বিনা হে দীনবন্ধু
তোমার করুণা বিনা হে দীনবন্ধু
পারের আশা নাহি আর

জগতের নাথ কর পার হে
জগতের নাথ কর পার হে
জগতের নাথ কর পার হে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link