La Tahzan (feat. The Vocal Band)

বান্দার শক্তি যেখানেই শেষ
প্রভুর রহম সেথা শীতল আবেশ
বান্দার শক্তি যেখানেই শেষ
প্রভুর রহম সেথা শীতল আবেশ
ভেঙ্গে পড়োনা তাই ভুলেও কভু
ধৈর্যশীলেরই সাথে থাকেন প্রভু

লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা
লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা

তুমি কি দেখো না রাত গভীর যতো
প্রভাত ততো কাছে আসে
কেটে গেলে মেঘ সময়মতো
সূর্য তখন ঠিকই হাসে
তুমি কি দেখো না রাত গভীর যতো
প্রভাত ততো কাছে আসে
কেটে গেলে মেঘ সময়মতো
সূর্য তখন ঠিকই হাসে
ঠিক তেমনই ঘুচবে ভয়
ইনশাআল্লাহ আসবে বিজয়
সব দুঃখেরই হবে অবসান
সুখের পরশ দেবে রহমান

লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা
লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা

যেটুকু পেয়েছো তার শুকরিয়া সদা আদায় করো
ব্যর্থতা যদি ঘিরে ধরে তবু ধৈর্য ধরো
যেটুকু পেয়েছো তার শুকরিয়া সদা আদায় করো
ব্যর্থতা যদি ঘিরে ধরে তবু ধৈর্য ধরো
এমন কিছু করে দেখাও
এমন কিছু করে দেখাও
যেন আল্লাহ খুশি হয়
আরশে যেন জোয়ার আসে রহম যেন বয়

লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা
লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা

খুঁজে কি পাওনা সুপথের দিশা
রাত্রি জাগো তবে রবের প্রেমে
খুঁজে কি পাওনা সুপথের দিশা
রাত্রি জাগো তবে রবের প্রেমে
আকুতি করে করে বলো যা চাও তুমি
সফলতার ধারা আসবে নেমে
যদি থাকে কারো খাঁটি ইমান
যদি থাকে খাঁটি আমল ইমান
ধন্য হয়ে যাবে তার দো'জাহান

লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা
লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা
লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা
লা তাহযান লা তাহযান
ইন্নাল্লাহ মা'আনা



Credits
Writer(s): Al Jaber
Lyrics powered by www.musixmatch.com

Link