বাহির

মন খারাপ হলে
মন করে ফেল ভালো
কান্না যদি আসে
কান্না চেপে রাখো
খুব যদি কান্না আসে
তবে আড়ালে গিয়ে একটু কেঁদে আসতে পারো
সবসময় হাসতে হবে নইলে
সাথে থাকবেনা কেউ
আমার লাগবেনা কাউকে
তোমরা চলে যাও

তুমি কি আঘাত পেলে আমার কথায়?
আমি দুঃখিত তবে আমার ক্ষতটাও কি দেখা যায়?
আমার খুব ভয় হয়
প্রকাশ করতে আমার ভয় তোমায়
তবু ঘরে বসে বসে কথা বলে বলে
একা একা শুধু নিজের সাথে
সাজাতে থাকি কিভাবে বোঝাবো তোমায়
সবসময় হাসতে হবে নইলে
সাথে থাকবেনা কেউ
তাই বলে কি তুমিও চলে যাবে?
তোমায় ছাড়া কিভাবে হাসবো?
হাসবো
তুমি কি ভাবতে পারতে?
এমন একটা গান থাকবে
এতগুলো এমন গানের মাঝে
ওহ তুমি তো নেই
তুমি কি মনে করো আমার আঁকা ছবির?
আমার সকল অনুভূতির
আমার সব তত্ত্ব সূত্র
তোমায় ঘিরে

কেন যায় ঘুম ভেঙে?
যদিও কতো সময় কেটে গেছে ঘুমিয়ে থেকে
আমার খুব ভয় হয়
যদি সপ্নে দেখি তোমায়
তুমি আমি খুব হাসতে হাসতে কখনো খুব রেগে গিয়ে
গানটা তুমি পালটে বলো "এতো চেচামেচি লাগেনা যে ভালো"
তবে সেটা কেন করো আমার সাথে?
গানটা থামার কিচ্ছুক্ষণ বাদে
ঘুম ভেঙে গেলে চলে যাই বাস্তবে
বাস্তব সে তো আমার ঘর নয়
সেখানে নেই তুমি নেই তোমার অর্থহীন কারবার
যা আছে তা শুধু এই ঘরটাই
ঘরটাই
তুমি কি বুঝতে পারছো আমার কথা?
শুনছো নাকি তাও জানিনা
তোমায় শুনি আমি প্রতিদিন
তুমি শুধু আজ থেকে যাও কাল চলে যেও
লিখতে চাইছি নতুন কিছু
ওহ তুমি তো নেই

ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
(মন খারাপ হলে) ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
(মন করে ফেল ভালো) সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
(মন খারাপ হলে) ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
(মন করে ফেল ভালো) সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
(মন খারাপ হলে) ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
(মন করে ফেল ভালো) সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
(মন খারাপ হলে) ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
(মন করে ফেল ভালো) সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
(মন খারাপ হলে) ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
(মন করে ফেল ভালো) সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
(মন খারাপ হলে) ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
(মন করে ফেল ভালো) সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
(মন খারাপ হলে) ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
(মন করে ফেল ভালো) সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই
ঘুম ভেঙে দেখি তুমি আছো তবে আমার জন্য নয়
মাথার বালিশ চোখের জলে ঠান্ডা হয়ে যায়
সূর্য উঠে সূর্য ডুবে বিশেষ এমন কি?
আমার কাছে সবকটা দিন লাগে একই



Credits
Writer(s): Mahir Mesbah
Lyrics powered by www.musixmatch.com

Link