Shutro (Single Version)

আমার এই ছোট ঘরে
বড় এক ভয় বাস করে আমারই সাথে
আমার এই সাদা খাতাতে
মিথ্যে ছবি এঁকে ভয় পাই আমি নিজে
আমার যত তত্ত্ব যত সূত্র
এ জীবন কে নিয়ে
সবকিছুই আর কিছুই না
প্রমাণিত হয় শুধুই মিথ্যে

ঘুম আসলেও ঘুমানো মানা
যদি হয়ে যায় কোনো দুঃস্বপ্ন দেখে ফেলা
তাই এই বিনিদ্র প্রহরে
চেনেনা কেউ আমায় চেনে শুধু ওই ভয়
আমার যত তত্ত্ব যত সূত্র
এ জীবন কে নিয়ে
সবকিছুই আর কিছুই না
প্রমাণিত হয় শুধুই মিথ্যে

আমার যত তত্ত্ব যত সূত্র
এ জীবন কে নিয়ে
সবকিছুই আর কিছুই না
প্রমাণিত হয় শুধুই মিথ্যে
যত তত্ত্ব যত সূত্র
প্রমাণিত হয় শুধুই মিথ্যে
যত তত্ত্ব যত সূত্র
প্রমাণিত হয় শুধুই মিথ্যে
যত তত্ত্ব যত সূত্র
প্রমাণিত হয় শুধুই মিথ্যে



Credits
Writer(s): Mahir Mesbah
Lyrics powered by www.musixmatch.com

Link