Mrityur Rohosyo

সূর্যের তীব্র আলোতে
গলে যায় কত বরফের পাহাড়
মর্গের ঘরেতে বদ্ধ
পঁচে যাওয়া কত কত লাশ

Diesel-এর গন্ধে
তোমার রক্তের শাঁস
Toxic-এ মরে তিমি
আর তোমার মিথ্যের জাহাজ

জ্বলে যাক, পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
শিরোনামে লেখা থাকবে
আমার মৃত্যুর রহস্য

জ্বলে যাক, পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
খুঁজে পাওয়া যাবে একদিন
এক অরব হত্যার যন্ত্র

কালো আর নীলের আকাশের নিচে
কে জানে কার চরিত্র কী?
কে নিষ্ক্রিয় আর কে হত্যাকারী?

Poster বহনকারী ছেলে উঠলো কেঁদে
"শোনো ছেলে," বললো বন্দুকের নল
Chamber-এ আজও তোমার জায়গা অবিকল
মর্ত্য আর পাতালের মাঝে আছে এক বৃত্তাকার গ্রহ
তাও দেখেনি কেউ কোনোদিন
তোমার হেরে যাওয়ার যুদ্ধ

জ্বলে যাক, পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
শিরোনামে লেখা থাকবে
আমার মৃত্যুর রহস্য

জ্বলে যাক, পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
খুঁজে পাওয়া যাবে একদিন
এক অরব হত্যার যন্ত্র

জ্বলে যাক, পুড়ে যাক
এই গোলাকার গ্রহ
জ্বলে যাক, পুড়ে যাক
এই হত্যাকারীদের গ্রহ



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link