Janmo Janmantar

এবারের মতো আসিয়া যাও বলিয়া
কীভাবে নিজেকে ভাঙিয়া গড়িয়া
কত জন্ম-জন্মান্তর আছি বাঁচিয়া
সেই তুমি আপনাকে কেন যাও খুঁজিয়া

এবারের মতো আসিয়া যাও বলিয়া
কীভাবে নিজেকে ভাঙিয়া গড়িয়া
কত জন্ম-জন্মান্তর আছি বাঁচিয়া
সেই তুমি আপনাকে কেন যাও খুঁজিয়া

ঝড় ওঠে, শব্দ ছড়ায় অন্ধকার করিয়া
কে যায় কার দিক নব সৃষ্টিতে মাতিয়া
ঝড় ওঠে, শব্দ ছড়ায় অন্ধকার করিয়া
কে যায় কার দিক নব সৃষ্টিতে মাতিয়া

তবুও থাকি কামনায়, বাসনায় হাসিয়া
বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে এই খেলা
চলবে আর কতকাল ধরিয়া

এবারের মতো আসিয়া যাও বলিয়া
কীভাবে নিজেকে ভাঙিয়া গড়িয়া
কত জন্ম-জন্মান্তর আছি বাঁচিয়া
সেই তুমি আপনাকে কেন যাও খুঁজিয়া

কত জন্ম-জন্মান্তর আছি বাঁচিয়া
সেই তুমি আপনাকে কেন যাও খুঁজিয়া



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link