Haami 2 (From "Haami 2") - Male Vocals

দূরে থাক সব ঝগড়াঝাটি
আজ শুধু বন্ধু-বন্ধু party
একসাথে হাতে হাত
চল করি খুব পাগলামি
তিনটে চারটে সাতটা আটটা হামি
তিনটে চারটে সাতটা আটটা হামি

লাভ নেই করে রেষারেষি
হয় না তাতেও বন্ধু-টন্ধু বেশি
একটাই সারকথা, ভালোবাসা সব থেকে দামি
ন'টা দশটা ১২ টা ১৩ টা হামি
ন'টা দশটা ১২ টা ১৩ টা হামি

বন্ধুর শুধু নাম হয়, পদবী জানি না
বন্ধুর শুধু নাম হয়, পদবী জানি না
Competition যাই হোক, কেউ তো হারি না
৭০ ৮০ ৮১ টা হামি
৭০ ৮০ ৮১ টা হামি

থেমে যাক সব কূটকচালি
আজ শুধু খুশির হাততালি
Friendship জাহাজেতে
একসাথে সব যাই ভেসে
91 92 টা হামি
91 92 টা হামি

আসলেতে কেউ নয় ছোট
ছোটদের হাত ধরে ওঠো
শিখে নাও পাঁচ বার মন্ত্র হামি দিয়ে হেসে
91 92 টা, 95 96 টা
99 সেঞ্চুরিটা হামি
91 92 টা, 95 96 টা
99 সেঞ্চুরিটা হামি



Credits
Writer(s): Anindya Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link