Ami Tomar Preme

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগী কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

তোমার পথের কাঁটা করব চয়ন
সেথায় তোমার ধুলায় শয়ন
পথের কাঁটা করব চয়ন
সেথায় তোমার ধুলায় শয়ন
সেথায় আঁচল পাতব আমার
তোমার রাগে অনুরাগী
কলঙ্কভাগী

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

আমি শুচি আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
শুচি আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
যে পঙ্কে ওই চরণ পড়ে
তাহারি ছাপ বক্ষে মাগী
কলঙ্কভাগী

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগী কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link