Dhaka Shohor Aisha Amar

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
ওরে, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
আরে, লাল-লাল, নীল-নীল
লাল-লাল, নীল-নীল বাতি দেইখা নয়ন জুড়াইছে

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
মনের আশা ফুরাইছে

তেল ছাড়া বাত্তি জ্বলে আজব এ শহরে
মাটি ফাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে
ঝরঝরাইয়া পড়ে

গরু নাই রে, ঘোড়া নাই রে, কী জানি কী দিয়া
বড় বড় গাড়িগুলি চলে গড়গড়াইয়া রে
চলে গড়-গড়াইয়া

আরে, সেই গাড়িতে চড়তে আমার
সেই গাড়িতে চড়তে আমার
ইচ্ছা হইতাছে

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
মনের আশা ফুরাইছে

রেশমি চুড়ি, ঢাকাই শাড়ি কিনা দিমু তোরে
ঘর বানাইয়া থাকমু দুজন সাত তালার উপরে রে
সাত তালার উপরে

তুই হইলি রে বড় সাহেব, আমি হইলাম বিবি
মাঝেমধ্যে আমারে তুই সিনেমা দেখাবি রে
সিনেমা দেখাবি

আরে, সিনেমার কথা শুইনা
সিনেমার কথা শুইনা
ফুর্তি লাগতাছে

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
মনের আশা ফুরাইছে
আরে, লাল-লাল, নীল-নীল
লাল-লাল, নীল-নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইছে

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
মনের আশা ফুরাইছে



Credits
Writer(s): Chanchal Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link