Esho Hey Boisakh

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা

রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি
আনো, আনো, আনো তব প্রলয়ের শাঁখ
আনো, আনো, আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক, যাক, যাক
এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো

এসো হে বৈশাখ এসো, এসো

যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক, যাক, যাক
এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link