Ami Eka Chini

আমি একা চিনি তিমির সরণী
নাহি আজ বারি ধারা
অশ্রুর নদী, তারে পার করি
এ পথে চলিছে কারা

আমি একা চিনি তিমির সরণী
নাহি আজ বারি ধারা
অশ্রুর নদী, তারে পার করি
এ পথে চলিছে কারা
আমি একা চিনি তিমির সরণী

এ দুঃখ সাগর পার হবে মোর
অখিল নিখিল ভারে
এ দুঃখ সাগর পার হবে মোর
অখিল নিখিল ভারে
হে দীননাথ চাহিয়া দেখেছি
মরণ এসেছে দ্বারে

আমি একা চিনি তিমির সরণী
নাহি আজ বারি ধারা
অশ্রুর নদী, তারে পার করি
এ পথে চলিছে কারা

নিয়ে চলো মোরে যে আছে ওপারে
কেমনে চিনিব তারে
নিয়ে চলো মোরে যে আছে ওপারে
কেমনে চিনিব তারে
তৃষিত প্রাণের ত্রাসের নিয়তী
কেন ডাকে বারে বারে

আমি একা চিনি তিমির সরণী
নাহি আজ বারি ধারা
অশ্রুর নদী, তারে পার করি
এ পথে চলিছে কারা
আমি একা চিনি তিমির সরণী

কাঁদিছে চাতক কার তরে সুখ
যে জীবন নাহি স্মরণে
কাঁদিছে চাতক কার তরে সুখ
যে জীবন নাহি স্মরণে
এ মরু পাথার সিঞ্চিতকার
কুণ্ঠিত তব চরণে

আমি একা চিনি তিমির সরণী
নাহি আজ বারি ধারা
অশ্রুর নদী, তারে পার করি
এ পথে চলিছে কারা
আমি একা চিনি তিমির সরণী



Credits
Writer(s): Amit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link