Ghurey Darao

কত মানুষ মরলে বদলে যাওয়া চাই
কতটা স্বপ্ন পুড়লে উড়িয়ে দেবে ছাই
কেন প্রশ্ন করোনি মানুষের এ ভীড়ে
শরণার্থী তুমি ভুল এ শিবিরে
উত্তর খুঁজে নেবো তাই

ডাক পাঠাও, দিন বদল, ঘুরে দাঁড়াও
নিহত দিন, আহত রাত, দু'হাত বাড়াও
দেখা হবে প্রান্তরে, বেঁচে থাকার পিছুটান
আগুন আজ যুদ্ধসাজ কোন উজান

যদি বন্ধু হও, যদি শত্রু হও
ভরসা হোক এই গান
যদি বন্ধু হও, যদি শত্রু হও
ভরসা হোক এই গান

মুখোশ আজ খুলে যাক
হাজার মানুষের নাম
রেখো না এখনো ফারাক
রেখো না মিথ্যে সেলাম

ভালো তো বেসেছো যখন
শপথে হাত রাখা চাই
মনেতে বেঁধেছে মন
এবারে চলো বদলাই

ডাক পাঠাও, দিন বদল, ঘুরে দাঁড়াও
নিহত দিন, আহত রাত, দু'হাত বাড়াও
দেখা হবে প্রান্তরে, বেঁচে থাকার পিছুটান
আগুন আজ যুদ্ধসাজ কোন উজান

যদি বন্ধু হও, যদি শত্রু হও
ভরসা হোক এই গান
যদি বন্ধু হও, যদি শত্রু হও
ভরসা হোক এই গান

কত মানুষ মরলে বদলে যাওয়া চাই
কতটা স্বপ্ন পুড়লে উড়িয়ে দেবে ছাই
কত মানুষ মরলে বদলে যাওয়া চাই
কতটা স্বপ্ন পুড়লে উড়িয়ে দেবে ছাই

কেন প্রশ্ন করোনি মানুষের এ ভীড়ে
শরণার্থী তুমি ভুল এ শিবিরে
উত্তর খুঁজে নেবো তাই

যদি বন্ধু হও, যদি শত্রু হও
ভরসা হোক এই গান
যদি বন্ধু হও, যদি শত্রু হও
ভরসা হোক এই গান

যদি বন্ধু হও, যদি শত্রু হও
ভরসা হোক এই গান
যদি বন্ধু হও, যদি শত্রু হও
ভরসা হোক এই গান



Credits
Writer(s): Indraadip Dasgupta, Rajib Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link