Kakhana Haribe Dukho Mor + Majhi Baiya Jao Re

কখনো হরব দুঃখ মোর
হে ভোলানাথ
কখনো হরব দুঃখ মোর

কখনো হরব দুঃখ মোর
হে ভোলানাথ
কখনো হরব দুঃখ মোর

ভাইন্না কাষ্ঠের নৌকা খানি
মাঝখানে তার ছাওয়া
ভাইন্না কাষ্ঠের নৌকা খানি
মাঝখানে তার ছাওয়া
নৌকার আগার থাইকা পাছায় গেলে
গলুই যাবে খইয়া

মাঝি বাইয়া যাও রে
মাঝি বাইয়া যাও রে
অকুল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও রে
মাঝি বাইয়া যাও রে

কখনো হরব দুঃখ মোর
হে ভোলানাথ
কখনো হরব দুঃখ মোর

কখনো হরব দুঃখ মোর
হে ভোলানাথ
কখনো হরব দুঃখ মোর

ও মাঝি ও
দীক্ষা শিক্ষা না করিয়ে
আগে করছো বিয়া
দীক্ষা শিক্ষা না করিয়ে
আগে করছো বিয়া

তুমি বিনে খতে গোলাম হইলে
গাইটের ট্যাকা দিয়া রে
মাঝি বাইয়া যাও রে

তুমি বাইয়া যাও রে
অকুল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও রে
মাঝি বাইয়া যাও রে

কখনো হরব দুঃখ মোর
হে ভোলানাথ
কখনো হরব দুঃখ মোর



Credits
Writer(s): Amit Chatterjee, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link