Mon Amar Kemon Kemon Kore

বহুদিন তোর দেখা নাই
মনের দরিয়ায়
কতদিন থাকবি দূরে
ঘরে ফিরে আয়
বহুদিন তোর দেখা নাই
মনের দরিয়ায়
কতদিন থাকবি দূরে
ঘরে ফিরে আয়
ও মন ঘরে ফিরে আয়
আজও তোর ই অপেক্ষায়
হৃদয়ের পিঞ্জিরাখান
খুব যে ছটপটায়
পিরিত করি আয়
এই মনের আঙিনায়
সোহাগের গান শোনাবো
প্রেমের লহমায়

দরিয়ায় আইলো তুফান
আয় কে যাবি রে
হেঁসে হেঁসে যাবি ভেসে মদিনা নগরে
দরিয়ায় আইলো তুফান
আয় কে যাবি রে
হেঁসে হেঁসে যাবি ভেসে মদিনা নগরে
ধরো হাল শক্ত হাতে এ এ এ...
ধরো হাল শক্ত হাতে
ভয় কি নদীর সাথে
ধরো হাল শক্ত হাতে
ভয় কি নদীর সাথে
টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে

মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন
কেমন করে

মনের আঙিনায়
তারই বাহানায়
রাঙিয়ে রঙ-বেরঙে
সে কোথা পালায়
ও ও ও ও ও...
মনের আঙিনায়
তারই বাহানায়
রাঙিয়ে রঙ-বেরঙে
সে কোথা পালায়
তারই পানে চোখ
এত অভিযোগ
ইশারায় ঈর্ষা করে
ভিনদেশে হারায়
আয় ঘরে ফিরে আয়
কোনো মিথ্যে বাহানায়
তোর নামে গান বেঁধেছি
যতনে মায়ায়
পিরিত করি আয়
এই মনের আঙিনায়
সোহাগের গান শোনাবো
প্রেমের লহমায়

মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে
নবীজির ভরসা রেখে চলনা কলম পড়ে
মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে
নবীজির ভরসা রেখে চলনা কলম পড়ে
নাম নেবো মহম্মদে এ এ এ এর
নাম নেবো মহম্মদের
কেটে যাবে ভয় বিপদের
নাম নেবো মহম্মদের
কেটে যাবে ভয় বিপদের
সবার মাঝে তিনি বিরাজ করেন রে
মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link